আবারও রকেট হামলা ইরাকের রাজধানী বাগদাদে

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০

আবারও রকেট হামলা ইরাকের রাজধানী বাগদাদে

ডায়ালসিলেট ডেস্কঃঃ ইরাকের রাজধানী বাগদাদে আবার রকেট হামলা হয়েছে কঠোর নিরাপত্তাবেষ্টিত ‘গ্রিন জোনে’। মঙ্গলবার (১৭ নভেম্বর) গ্রিন জোন এলাকায় চারটি রকেট আঘাত হানে।

ইরাকের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানায়, মার্কিন দূতাবাসের কাছে চারটি কাতিউশা রকেট আঘাত হানে। বিবৃতিতে বলা হয়েছে, রাজধানীর পূর্বাঞ্চলীয় নতুন বাগদাদ এলাকা থেকে এসব রকেট ছোড়া হয়।

হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে ব্যাপারে কিছু জানা না গেলেও নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকের কয়েকজন সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানায়, মঙ্গলবারের রকেট হামলায় ইরাকি নিরাপত্তা বাহিনীর দুই সদস্য আহত হয়েছেন।

বাগদাদের গ্রিন জোন এলাকায় মার্কিন দূতাবাসসহ বহু দেশের দূতাবাস ও কূটনৈতিক মিশন রয়েছে। পাশাপাশি ওই এলাকায় ইরাকের গুরুত্বপূর্ণ সরকারি ভবন অবস্থিত। এরপরও গত কয়েক বছর ধরে গ্রিন জোন এলাকায় মাঝেমধ্যেই রকেট হামলা চলে আসছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ