প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০
সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় যত্রতত্রভাবে গাড়ি পার্কিং এবং অবৈধভাবে রাস্তায় দখল করে সাইনবোর্ডসহ বিভিন্ন মালামাল দিয়ে ব্যবসা পরিচালনার করার অভিযোগে সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত সাড়ে ১০ হাজার টাকা জরিমানাসহ মোট ৮টি মামলা করা হয়েছে।
বুধবার সকালে সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা বিজন কুমার সিংহ নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় অবৈধভাবে রাস্তায় পার্কিং করার অভিযোগে সিএনজি অটোরিক্সার চালকদের এবং সড়ক দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয়।
এবিষয়ে সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা বিজন কুমার সিংহ বলেন, আমরা জনগনের হাটাচলার নিরাপদে চলার জন্য এবং যানচলাচল সঠিকভাবে নিয়ন্ত্রণ করে সঠিক জায়গায় লাইনে দাড়িয়ে যাত্রী উঠা-নামানো করে রাস্তাকে যানজট থেকে মুক্ত রাখার জন্য আমাদের এ অভিযান। আশাকরি এ অভিযান সামনে আরো অব্যাহত থাকবে।
একইসাথে সাড়ে ১০ হাজার টাকাও আদায় করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের সদস্যরাসহ সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এ অভিযানে উপস্থিত ছিলেন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech