সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার ওপেন হাউজ ডে শনিবার অনুষ্ঠিত হয়েছে। থানা প্রাঙ্গণে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসএমপির পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার জানান, ‘স্থানীয় জনগণের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া মাদক ও জুয়া খেলার মত অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভবপর নয়। এই বিষয়ে সকলের সহযোগিতা ও এগিয়ে আসার আহবানও তিনি জানান।’
একই সাথে প্রতি মাসের ২২ তারিখে কোতোয়ালী মডেল থানা প্রাঙ্গণে মাসিক ওপেন হাউজ ডে কার্যক্রম অনুষ্ঠিত হবে বলেও তিনি ঘোষণা করেন।