এক সময়ের বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা সুজাতা হাসপাতালে

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০

এক সময়ের বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা সুজাতা হাসপাতালে

ডায়ালসিলেট ডেস্কঃঃ  বুধবার (২৫ নভেম্বর) সকালে রামপুরায় নিজ বাসাতেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। দ্রুত রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

দুপুরে তিনি বলেন, ‘সুজাতা ম্যাডাম সকালে হার্ট অ্যাটাক করেছেন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের সিসিইউতে রাখা হয়েছে তাকে। সেখানে দুদিন চিকিৎসকের পর্যবেক্ষণে থাকবেন। কিছুক্ষণের মধ্যে আমরা হাসপাতালে যাব। তারপর আরও বিস্তারিত জানাতে পারব।’

ষাটের দশকের জনপ্রিয় এ চিত্রনায়িকার পুরো নাম তন্দ্রা মজুমদার। ১৯৬৫ সালে ‘রূপবান’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে পরিচিত লাভ করেন তিনি। এর আগে, ক্যারিয়ারের শুরুতে মঞ্চ নাটকে অভিনয় করতেন তিনি। সুজাতা অভিনীত প্রথম সিনেমা ‘ধারাপাত’। ১৯৬৩ সালে এটি নির্মাণ করেন সালাহউদ্দিন। সর্বশেষ অনন্য মামুন পরিচালিত ‘অস্তিত্ব’ সিনেমায় দেখা যায় এ অভিনেত্রী। ২০১৬ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি।

0Shares