প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০
ডায়ালসিলেট ডেস্ক::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রামে এক কলেজছাত্রী ‘আত্মহত্যা’ করেছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার (২৫ নভেম্বর) বেলা ৩টায় নিজ বাড়িতে ‘বিষপান করলে’ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কলেজছাত্রীর নাম শারমিন নাহার ডলি। তিনি মৌলভীবাজার সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্রী ছিলেন।
স্থানীয়রা জানান, শিংরাউলী গ্রামের সৈয়দ কুতুব উদ্দীনের মেয়ে কলেজছাত্রী শারমিন নাহার ডলি (২২) বুধবার বিকেলে রহস্যজনক কারণে বিষপান করেন। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে যাওয়ার পর সন্ধ্যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শমশেরনগরের ইউপি সদস্য শেখ রায়হান ফারুক ওই কলেজছাত্রী আত্মহত্যা করেছেন জানিয়ে বলেন, শারমিনের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে বাড়িতে এনে দাফন সম্পন্ন করা হবে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে প্রকৃত ঘটনা জানা যাবে।’
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech