প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০
ডায়ালসিলেট::
সিলেট মহানগর পুলিশের কোতয়ালী ও দক্ষিণ সুরমা থানা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব-৯ এর যৌথ অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার( ২৫ নভেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেটের সহকারী পরিচালক মো.আমিরুল ইসলাম মাসুদ ও র্যাব-৯এর দল মেজর মো.শওকাতুল মোনায়েম ও মিডিয়া অফিসার এএসপি ওবাইন শ্যামল পুরকায়স্থ।
অভিযানে খাদ্যে ভেজাল মেশানোর অপরাধে মাশরাফি চানাচুর ৪৫ হাজার টাকা, মুক্তা বেকারী ৪০ হাজার টাকা সামাদ ফুড ২০ টাকা করে সর্বমোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার ওবাইন। তিনি জানান, জরিমানাকৃত অর্থ সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech