করোনায় সিলেটে আক্রান্ত আরো ৩০জন

প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০

করোনায় সিলেটে আক্রান্ত আরো ৩০জন

নিজস্ব প্রতিবেদক ::  সিলেটে করোনায়  আক্রান্ত হয়েছেন ৩০ জন রোগী। আজ শনিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এর কার্যালয় থেকে গত ২৪ঘন্টায় করোনায় সনাক্ত হওয়ার রোগীর সংখ্যার কথা নিশ্চিত করা হয়।

এতে আক্রান্তদের মধ্যে সকলেই সিলেট জেলার। এ নিয়ে সিলেট বিভাগজুড়ে করোনা আক্রান্তে মোট শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৫৬৬জন। এর মধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৩৮৫জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৬৪, হবিগঞ্জে ১ হাজার ৮৯২ ও মৌলভীবাজার জেলায় ১হাজার ৮২৫জন।

এদিকে, করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো  ২৪৩ জন। এর মধ্যে সিলেটে ১৮০ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারে ২২ জন মৃত্যুবরণ করেছেন।

এ পর্যন্ত করোনায়  সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৩৪৫ জন। এর মধ্যে সিলেটে ৭ হাজার ৬৬৮ জন ও সুনামগঞ্জ ২ হাজার ৪০৫ জন, হবিগঞ্জ ১ হাজার ৫৫৯ জন এবং মৌলভীবাজারে ১হাজার ৭১৩ জন।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ