বালুচর থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০

বালুচর থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডায়ালসিলেট::

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়। সে বালুচর নতুন বাজার এলাকার মো. আলী মিয়ার সুমন আহমদ (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের সহকারি পুলিশ কমিশনার মাইন উদ্দিন খাঁন এর নেতৃত্বে শাহপরাণ (রহ.) থানার বালুচর নতুন বাজারে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

এসময় হেফাজত থাকা ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়াধীন চলছে বলে জানান শাহপরান থানার ওসি কাইয়ুম চৌধুরী।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ