প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২০
ডায়ালসিলেট ডেস্কঃঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে মুখে মাস্ক ব্যবহার না করায় ৬ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৩০ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে এই অর্থদণ্ড প্রদান করা হয়।
জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্থানীয় উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের নেতৃত্বে পৌরশহরের জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের একটিদল অভিযান পরিচালিত করে। এসময় মুখে মাস্ক না পরায় দুই পথচারীকে দুইশ’টাকা জরিমানা করেন। অভিযানকালে মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা করা হয়েছে।
অপরদিকে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে স্থানীয় পৌর পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় মাস্ক না পরায় চারজন পথচারীকে তিনশ’ টাকা করে মোট এক হাজার দুইশ’টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান জানান, করোনা সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে আমরা মাঠে নিরলসভাবে কাজ করছি।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech