সিলেটে গ্রেপ্তার আতঙ্কে মানবপাচারকারীরা

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০

সিলেটে গ্রেপ্তার আতঙ্কে মানবপাচারকারীরা

ডায়ালসিলেট ::সিলেটে একদিনে পৃথক পৃথক অভিযানে দুই মানবপাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। গত শুক্রবার সকাল ১০টায় গোলাপগঞ্জ থেকে বাবুল আহমদ ও রাত ১১টায় শাহপরাণ থানার খরাদিপাড়া এলাকা থেকে মো. আশরাফ মিয়াকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুজনই মানবপাচারকারী তালিকাভুক্ত ও তাদের বিরুদ্ধে থানায় মামলাও রয়েছে। এরপর থেকেই সিলেটে মানবপাচারকারীদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক দেখা দিয়েছে।

গত শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১  (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর শওকাতুল মোনায়েম এর নেতৃতে গোলাপগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে বাবুল আহমদকে গ্রেপ্তার করেন। তিনি গোলাপগঞ্জের মহেষপুর গ্রামের মৃত ইজ্জত আলীর পুত্র। গ্রেপ্তারকৃত বাবুল এসএমপির এয়ারপোর্ট থানার মামলা নং-১৪/৩৯, তারিখ-১৩/০২/২০২০ ধারাঃ- ২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইন এর ৬/৭/৮ ধারার এজাহারনামীয় পলাতক আসামী। গ্রেপ্তারের পর বাবুল আহমদকে অর্গনাইস ক্রাইম (টিএইচবি) সিআইডি, ঢাকায় হস্তান্তর করা হয়।

ওই দিন রাত ১১টার দিকে সিলেটের শাহপরাণ থানাধীন খরাদিপাড়া থেকে মানবপাচারকারী মো. আশরাফ মিয়াকে গ্রেপ্তারকে করেছে র‌্যাব-৯। খরাদিপাড়া আনন্দ-৬ নং বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আশরাফ মিয়া উরফে বেনু বিশ্বনাথ উপজেলার হাজারীগাঁও গ্রামের মো. এরশাদ আলীর পুত্র। তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা নং- নং-২০/৪৩, তারিখ-১৪/০২/২০১৯। পরে তাকে শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।

একই দিনে দুই মানবপাচারকারী গ্রেপ্তার হওয়ায় মানবপাচারকারীদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গোয়েন্দা সংস্থার মানবপাচারকারীদের তালিকায় সিলেটের শীর্ষ ৮ জনের নাম আছে। তারা হলেন- সিলেটের গোলাপগঞ্জের এনাম আহমদে (নিউ ইয়াহিয়া ওভারসিজের মালিক), আম্বরখানার নজির আহমেদ (মেট্রো এয়ার ইন্টারন্যাশনালের মালিক), মাহমুদুর রহমান চৌধুরী শিপু (আল রাফা ইন্টারন্যাশনালের মালিক), জিন্দাবাজারের তাজ ট্রাভেল অ্যান্ড ট্যুরের মালিক হাসান আহমদ, দেলোয়ার হোসেন খান ও হাসান আব্দুল গণি, বিশ্বনাথের কাকলিপাড়ার রফিকুল ইসলাম এবং গোলাপগঞ্জের শরীফগঞ্জ ইউনিয়নের জায়েদ আহমদ। এছাড়াও বাকী মানবপাচারকারীদের তালিকা তৈরী হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, মানবপাচারকারীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ