ইলিয়াস আলীসহ ‘নিখোঁজ’ নেতাদের ফিরে পেতে আন্দোলনের বিকল্প নেই : ড. খন্দকার মোশাররফ
DialSylhet DialSylhet
DS Tv

ডায়ালসিলেট ডেস্কঃঃ বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন বিএনপি নেতা-কর্মীদের লড়াইয়ের জন্য তৈরী হওয়ার আহব্বান জানিয়েছেন। নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী, দিনার, জুনেদ ও আনছার আলীসহ অন্য নেতা-কর্মীদের ফিরে পেতে আন্দোলনের বিকল্প নেই।
রোববার সন্ধ্যায় ইলিয়াস মুক্তি আন্তর্জাতিক পরিষদের এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি কাইয়ুম চৌধুরী, এডভোকেট আবেদ রাজা, টাওয়ার হ্যালমেটস কাউন্সিলের সাবেক নির্বাহী ডেপুটি মেয়র আ ন ম অহিদ আহমদ, গুমের শিকার ছাত্রনেতা দিনারের বোন মহিলা দল নেত্রী তাহসিন শারমিন তামান্না প্রমুখ।
ড. মোশাররফ নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা কখনোই হতাশ হবেন না। আর কখনো হটকারী হবেন না। দুটোই মনে রাখতে হবে। ধৈর্য্য ধরে এগোতে হবে।’
আলোচনায় সভায় সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য বিএনপি নেত্রী শাম্মী আক্তার। সঞ্চালনা করেন শাকের মাহমুদ ও সজিব আহমদ। সভায় মধ্যপ্রাচ্য,ইউরোপ,আমেরিকার বিএনপি নেতৃবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনা শেষে ইলিয়াস আলী সহ গুম নেতৃবৃন্দকে ফিরে পেতে মোনাজাত করা হয়