করোনায় মৃত্যু বরণ করলেন গাজীপুরে বিএনপি’র মনোনীত প্রার্থী শহিদুল্লাহ শহিদ
DialSylhet DialSylhet
DS Tv

ডায়ালসিলেট ডেস্কঃঃ গাজীপুরের শ্রীপুর পৌরসভার আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল্লাহ শহিদ (৪৪) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার (৯ ডিসেম্বর) সকাল ১১টা ২৫ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছে তার পরিবার
গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. শাখাওয়াৎ হোসেন সবুজ জানান, করোনায় আক্রান্ত হয়ে শহিদুল্লাহ শহিদ প্রথমে ঢাকার উত্তরার হাই কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে তাকে সোমবার রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান।
উল্লেখ্য, আগামী ২৮ ডিসেম্বর গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল্লাহ শহিদ বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন।