
ডায়ালসিলেট::
মৌলভীবাজার রাজনগর থানার কদমহাটা বাজার এলাকা থেকে নগদ ১ লাখ টাকাসহ ১ হাজার ভারতীয় বিড়ি জব্দ করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯। এসময় ১ চোরাচালানকারীকেও আটক করা হয়। গতকাল শনিবার (১২ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
র্যাব ৯ এর মিডিয়া অফিসার ওবাইন স্মাক্ষরিত এক প্রেস বিঞ্জপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দলের মেজর আহমেদ নোমান জাকির নেতৃত্বে অভিযান চালিয়ে নগদ ১ লাখ টাকাসহ ১ হাজার ভারতীয় বিড়ি জব্দ করে । এ সময় কাপ্তান মিয়া (৩৮) নামের ১ চোরাচালানকারীকে আটক করে। তিনি কদমহাটা এলাকার মৃত লেবু মিয়ার পুত্র।
আটকৃত চোরাচালানকারী ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।