ফাইজারের টিকার অনুমোদন দিল সিঙ্গাপুর

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২০

ফাইজারের টিকার অনুমোদন দিল সিঙ্গাপুর

আন্তর্জাতিক ডেস্কঃঃ এবার ফাইজারের টিকার অনুমোদন দিয়েছে সিঙ্গাপুর। সোমবার এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী লি হিয়েন ফাইজার ও বায়োটেকের তৈরি টিকার অনুমোদনের কথা জানান। ডিসেম্বরের শেষে প্রথম দফায় টিকার ডোজ সিঙ্গাপুর পৌঁছবে বলে আশা তাঁর। লি জানিয়েছেন, সিঙ্গাপুরের নাগরিক এবং দীর্ঘদিন দেশটিতে বসবাস করা বাসিন্দাদের বিনামূল্যে টিকা প্রদান করা হবে।

তিনি আরো জানিয়েছেন, টিকা গ্রহণে কাউকে বাধ্য করা হবে না। প্রথম দফায় দেশটিতে স্বাস্থ্যকর্মী, সম্মুখসারির অন্যান্য কর্মকর্তা, বয়স্ক লোকজন এবং করোনার উচ্চ ঝুঁকিতে থাকা লোকজনকে আগে টিকা দেওয়া হবে। লি নিজে এবং তার সরকারের অন্যান্য কর্মকর্তারাও টিকা নেবেন বলে জানিয়েছেন।

রাষ্ট্রীয় গনমাধ্যমে লি বলেন, বয়স্ক লোকজনের সঙ্গে আমি এবং আমার অন্যান্য সহকর্মীরা প্রথমদিকেই টিকা গ্রহণ করব। এটা আপনাদের আশ্বস্ত করার জন্য যে, আমার মতো বয়স্ক লোকদেরও টিকার সুরক্ষার ওপর আস্থা রয়েছে।

২০২১ সালের মাঝামাঝিতেই ৫৭ লাখ জনসংখ্যার দেশটিতে প্রায় সবাই টিকা গ্রহণ করতে পারবে বলে আশা করা হচ্ছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ