গোলাপগঞ্জ ও জকিগঞ্জ পৌরসভা নির্বাচন ৩০ জানুয়ারি

প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২০

গোলাপগঞ্জ ও জকিগঞ্জ পৌরসভা নির্বাচন ৩০ জানুয়ারি

ডাযালসিলেট;:

সিলেটের গোলাপগঞ্জ ও জকিগঞ্জ পৌরসভা নির্বাচন আগামী ৩০ জানুয়ারি অনুষ্টিত হচ্ছে। তৃতীয় ধাপে দেশের ৬৪ পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এই দেনে। এর মধ্যে রয়েছে সিলেটে জেলার গোলাপগঞ্জ ও জকিগঞ্জ পৌরসভা। এই দুটিসহ ৬৪টি পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর। এছাড়াও মৌলভীবাজার জেলার মৌলভীবাজার পৌরসভায়ও ৩০ জানুয়ারি পৌরনির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মনোনয়নপত্র বাছাই আগামী বছরের ৩ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার আগামী ১০ জানুয়ারি।

সোমবার (১৪ ডিসেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব মো. আলমগীর।

তিনি বলেন, এসব পৌরসভায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। সবগুলো পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট হবে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ