টুকেরবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে অগ্নিদগ্ধ সাহিদের মৃত্যূ

প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২০

টুকেরবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে অগ্নিদগ্ধ সাহিদের মৃত্যূ

ডায়ালসিলেট::গ্যাস সিলিন্ডার  বিস্ফোরনে ভয়াবহ অগ্নিকান্ডে মৃত্যুবরন করেন  জালালাবাদ থানাধীন টুকের বাজারের টুকের গাওয়ের মৃত.ফরজান আলীর ছেলে সাহিদ আহমদ।তিনি আজ মঙলবার ভোর  ৫:৩০ মিনিটের সময় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন ।প্রসঙ্গত,সিলেট নগরীর টুকের বাজার এলাকায় গ্যাস সিলিন্ডার এর বিস্ফোরনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারদিকে। রবিবার সন্ধ্যা ৬টায় টুকের বাজার ব্রিজের সামনে এ ঘটনাটি ঘটে। সাহিদের বড় মসুদ মিয়া বলেন,ব্রীজের কাজ চলাকালে ভলটোজার দিয়ে গ্যাস মেইন লাইলেনর একটি পাইপ লিক করে দেয় এতেই পাইপ দিয়ে গ্যস বের হয়ে বাস্ট হয়ে  ভয়াবহ বিস্ফোরন ঘটে।তিনি ঠিকাদার ও গ্যাসের কর্মকর্তা উভয়কে দায়ী করেনও প্রশাসনের প্রতি দাবি জানান তারা যেনো ন্যায়বিচারপান।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ