এবার বাইডেনকে অভিনন্দন জানালেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২০

এবার বাইডেনকে অভিনন্দন জানালেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

আন্তর্জাতিক ডেস্কঃঃ ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ সহযোগী সিনেটর মিচ ম্যাককনেল নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন। সোমবার দ্বিতীয় ধাপে ইলেক্টোরাল কলেজ ভোটে আনুষ্ঠানিকভাবে বাইডেনকে বিজয়ী ঘোষণার পর এ অভিনন্দন জানান তিনি।

ট্রাম্পের এ সহযোগী বলেন, ৩ নভেম্বরের পর থেকে তিনি ভিন্ন ফলাফলের আশায় ছিলেন। তবে ইলেক্টোরাল কলেজ রায় দেওয়ায় তিনি আজ প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানালেন। এ সময় তিনি নতুন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও অভিনন্দন জানান। তিনি বলেন, আমেরিকানদের গর্ব করা উচিৎ কারণ, দেশ প্রথমবারের মতো একজন নারী ভাইস প্রেসিডেন্ট পেয়েছে।

আনুষ্ঠানিকভাবে বাইডেন বিজয়ী হলেও আগের অবস্থানে অটল রয়েছেন ট্রাম্প। নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ থেকে সরে আসেননি তিনি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন ৩০৬ টি ইলেক্টোরাল কলেজের ভোট পেয়েছেন। অপরদিকে রিপাবলিকান বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২টি।

0Shares