রশিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই আরোহীর

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০

রশিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই আরোহীর

ডায়ালসিলেট ডেস্কঃঃ সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুর এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক আরোহী গুরুতর আহত হয়েছেন। আজ রবিবার (২০ ডিসেম্বর) আড়াইটার দিকে বিশ্বনাথ উপজেলার রশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাসুম আহমেদ (২৮) ও তারেক আহমদ (৩০)।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিলেটগামী যাত্রীবাহী বাস হবিগঞ্জ এক্সপ্রেস ঘটনাস্থলে আসামাত্র বিশ্বনাথ থেকে রশিদপুর পয়েন্টে মোটরসাইকেলটি ঢাকা-সিলেট মহাসড়কে ওঠামাত্রই বাসটির সামনে পড়ে যায়। এতে চাপা পড়ে দুই আরোহীর মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হন।

তিনি জানান, নিহত মাসুম আহমদ ও তারেক আহমদ গোলাপগঞ্জ উপজেলার বাঘা এলাকার বাসিন্দা।

মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ