প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০
ডায়ালসিলেট ডেস্কঃঃ গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬১ জনে। একই সময়ে আরও ৫ জনের শরীরে এ ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। আর গত একদিনে সিলেট বিভাগে সুস্থ হয়েছেন আরও ৩৭ জন মানুষ।
রোববার (২০ ডিসেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলে হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যাদের সকলেই সিলেট জেলায় বাসিন্দা। এছাড়া একই সময়ে সিলেটে আরও ৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠেছেন। এদের মধ্যে ৩১ জন সিলেট জেলার বাসিন্দা। আর ৪ জন সুনামগঞ্জ ও ২ জন হবিগঞ্জের বাসিন্দা। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে যে দুইজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে তাদের একজন সিলেটে ও অন্যজন সুনামগঞ্জে মারা যান।
রোববার (২০ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৫ হাজার ২১৯ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৮ হাজার ৯১৩ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫০৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৪০ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮৬২ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় ৩২ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের মধ্যে ৩১ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে ও হবিগঞ্জে একজন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৪ হাজার ১২০ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৬১ জন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech