পূবাইলে তুলার গোডাউন পুড়ে ছাই, কারখানা মালিক পলাতক

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২০

পূবাইলে তুলার গোডাউন পুড়ে ছাই, কারখানা মালিক পলাতক

ডায়ালসিলেট ডেস্কঃঃ গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানার কুদাব কাজী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি তুলার গোডাউন পুড়ে গেছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রহমান এন্টারপ্রাইজ নামের একটি গার্মেন্টসের ঝুট থেকে কারখানাটিতে আগুন লাগে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ সময় কারখানা ফেলে মালিকপক্ষের লোকজন পালিয়ে যায়। ফলে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হোসেন যুগান্তরকে জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। কারখানাটিতে কোনো অগ্নিনির্বাপক যন্ত্র ও পানির ব্যবস্থা ছিল না। মালিক পলাতক থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

0Shares