প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২০
আমরা সবাই লালাবাজারী সামাজিক চ্যারিটি সংস্থার পক্ষ হতে অদ্য ২০/১২/২০২০ ইং রোজ রোববার লালাবাজার ইউনিয়নের ফুলদি ও খালোপার গ্রামের দুটি অসহায় পরিবারের মধ্যে নগদ (৪০,০০০ ) চল্লিশ হাজার টাকা বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে ৬ নং লালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরীর সভাপতিত্বে রাজনীতিবিদ ও সমাজ সেবক মো.জাহেদ আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,যুক্তরাজ্য প্রবাসী ও সমাজ সেবক আব্দুল আজিজ,রাজনীতিবিদ ও সমাজ সেবক লোকমান আহমদ, রাজনীতিবিদ ও সমাজ সেবক তোয়াজিদুল হক তুহিন,রাজনীতিবিদ ও সমাজ সেবক আমিনুর রহমান চৌধুরী সিফতা,শ্রমিক নেতা মো.মনির মিয়া,তরুন রাজনীতিবিদ ও সমাজ সেবক লায়েক আহমদ জিকু,পোলেন্ড প্রবাসী শিবলু মিয়া,যুবনেতা আব্দুল মুমিন,ও ছাত্রনেতা এমরান আহমদপ্রমুখ ,আমরা সবাই লালাবাজারী সামাজিক চ্যারিটি সংস্থার সদস্যবৃন্দ।মো.সুরমান মিয়া,মশিউল হোসেন খান (সায়েম), সৈয়দ মোজাফফর আলী,শিবলু মিয়া,ছালেহ আহমদ, সমছু মিয়া,আলী হোসেন, ফরিদ আহমদ, এহছানুল হক,শাহ শাহিনুর রব দুলাল,সাইফুর রহমান, আ: শহিদ (অভি),তারেক আহমদ, শাহিন আহমদ, কায়সার রায়হান,জুহেল আহমদ, সেলিম আহমদ, তাজুল ইসলাম, শিশু হক,আজির উদ্দিন,গিলমান চৌধুরী,এস এম বোরহান, ময়নুল হক,কুতুব উদ্দিনসহ উপস্থিত অথিতিবৃন্দরা তাদের সুসাস্থ্য দীর্ঘায়ু কামনা করেন।সমগ্র বিশ্বে বাসিকে করোনা নামক মহামারী থেকে আল্লাহ যেনো সবাইকে হেফাজত রাখেন
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech