প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২০
আন্তর্জাতিক ডেস্কঃঃ পাকিস্তানে জমিয়তে উলেমায়ে ইসলাম-ফজলের (জেইউআই-এফ) উচ্চ পর্যায়ে মারাত্মক বিরোধ দেখা দিয়েছে। এ দলের নেতা মাওলানা ফজলুর রেহমানের নেতৃত্বাধীন বিরোধী ১১ দলীয় জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) ধ্বংস হবে বলে মন্তব্য করেছেন জেইউআই-এফের সিনিয়র নেতা মাওলানা মুহাম্মদ খান শেরানি। তিনি মাওলানা ফজলুর রেহমানকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছেন। বলেছেন, বিরোধীদের এই জোট অস্বাভাবিক। তাদের কোনো আদর্শ নেই। তাই দ্রুতই এই জোট ভেঙে যাবে। কোয়েটায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মাওলানা মুহাম্মদ খান শেরানি। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন।
পাকিস্তানে জমিয়তে উলেমায়ে ইসলাম-ফজলের (জেইউআই-এফ) উচ্চ পর্যায়ে মারাত্মক বিরোধ দেখা দিয়েছে। এ দলের নেতা মাওলানা ফজলুর রেহমানের নেতৃত্বাধীন বিরোধী ১১ দলীয় জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) ধ্বংস হবে বলে মন্তব্য করেছেন জেইউআই-এফের সিনিয়র নেতা মাওলানা মুহাম্মদ খান শেরানি। তিনি মাওলানা ফজলুর রেহমানকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছেন। বলেছেন, বিরোধীদের এই জোট অস্বাভাবিক। তাদের কোনো আদর্শ নেই। তাই দ্রুতই এই জোট ভেঙে যাবে। কোয়েটায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মাওলানা মুহাম্মদ খান শেরানি। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন।
উল্লেখ্য, পাকিস্তানে ক্ষমতাসীন পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) দলের প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতায়। তার সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে পিডিএম। এ মাসের শুরুতে তারা সরকারকে পদত্যাগের জন্য ৩১ শে জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। সরকার যদি তা না করে তাহলে তারা রাজধানী ইসলামাবাদমুখী লং মার্চ করবে। ওদিকে ৩১ শে ডিসেম্বরের মধ্যে পিডিএমের সব আইন প্রণেতাকে স্ব স্ব দলীয় প্রধানের কাছে পদত্যাগপত্র জমা দিতে বলা হয়েছে। এর মাধ্যমে ইমরান খানের সরকারকে ক্ষমতা থেকে উৎখাতের পরিকল্পনা করেছে তারা। এর প্রেক্ষিতে শেরানি বলেছেন, পিডিএম এবং তার সঙ্গীরা দেশে একটি বিভাজনের পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র করছে। তার ভাষায়, পিডিএমের হুমকিতে ভীত নয় প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার। সরকার তার মেয়াদ পূর্ণ করবে এবং নতুন নির্বাচন দেবে। তিনি সরকারের প্রস্তাব মেনে নিতে পিডিএম নেতাদের প্রতি পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, সরকারের প্রস্তাব থেকে সুবিধা নেয়া উচিত তাদের এবং উমরাহ টিকেট নিয়ে পবিত্র মক্কা-মদিনা সফরে যাওয়া উচিত।
শেরানি অভিযোগ করেন পিডিএম জোটের দলগুলো মানুষকে শুধু বোকা বানাচ্ছে। তার ভাষায়, বিচারবিভাগ, পাকিস্তানের নির্বাচন কমিশন এবং মিডিয়ার স্বাধীনতার কথা বলেন পিডিএম নেতারা। তিনি প্রশ্ন করেন, এসব দলের ভিতর কি ন্যায়বিচার, স্বাধীনতা এবং গণতন্ত্র রক্ষা করেন তারা নিজেরা? তাই মাওলানা ফজলুর রহমানের এমন কোনো অধিকার নেই ইমরান খানকে পদত্যাগ করতে বলার।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech