সিলেটে পরিবহণ ধর্মঘট: প্রশান্তির ছোয়া দিচ্ছে পাঠাও-উবার

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২০

সিলেটে পরিবহণ ধর্মঘট: প্রশান্তির ছোয়া দিচ্ছে পাঠাও-উবার

ডায়ালসিলেট ডেস্কঃঃ সিএনজিতে গ্রিল না লাগানোর প্রতিবাদে সিএনজি শ্রমিকদের ৪৮ ঘন্টার ধর্মঘটের শেষ দিন চলছে আজ। অপরদিকে সিলেটের সকল পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে বিভাগজুড়ে ‘বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদ’র ডাকা ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হয়েছে। এ অবস্থায় চরম ভোগান্তির মাঝে যাত্রীদের প্রশাস্তির ছোয়া দিচ্ছে পাঠাও উবার চালকরা। মোটরসাইকেল ও কার দিয়ে তারা যাত্রদের সেবা দিয়ে যাচ্ছেন।

আজ মঙ্গলবার নগরীর হুমায়ুন রশিদ চত্বর, চন্ডিপুল, বন্দরবাজার, ক্বীন ব্রীজ এলাকাসহ বিভিন্ন পয়েন্টে এ দৃশ্য চোখে পড়ে।তবে যাত্রীদের অভিযোগ- তারা অতিরিক্ত ভাড়া আদায় করছেন। রাইড শেয়ারভিত্তিক অ্যাপস কোম্পানি পাঠাও-উবারের চালকরা তাদের অ্যাপসের চেয়ে অতিরিক্ত ভাড়া ছাড়া যাত্রী সেবা দিচ্ছেন না । একইভাবে বেশী ভাড়া আদায় করছেন রিক্সা চালকরাও। নগরীর মিরের ময়দান থেকে জিন্দাবাজার আসতে রিক্সাভাড়া ২০-৩০ টাকা। কিন্তু আজ ৫০ টাকার নিচে রিক্সা মিলছে না। এ অভিযোগ করেছেন মিরের ময়দানের এক বাসিন্দা। এভাবে নগরীর প্রতিটি পয়েন্টে রিক্সা ও উবার-পাঠাও চালকরা বেশী ভাড়া আদায় করছেন। এদিকে পাঠাও ও উবার চালকরা অ্যাপস ব্যবহার না করে যাত্রীদের কন্ট্রাক করে যাতায়াত করছেন। যাতে করে বিরাট লোকসানের সম্মুখীন হচ্ছে অ্যাপস। অপরদিকে অ্যাপস এর নাম ব্যবহার করে অধিক টাকা লুটে নিচ্ছেন উবার ও পাঠাও চালকরা।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ