সিলেটের সুনামগ‌ঞ্জে পাথরের আঘাতে শিশু হত্যা : অভিযুক্ত ফারুক তিনদিনের রিমান্ডে

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২০

সিলেটের সুনামগ‌ঞ্জে পাথরের আঘাতে শিশু হত্যা : অভিযুক্ত ফারুক তিনদিনের রিমান্ডে

ডায়ালসিলেট ডেস্কঃঃ সুনামগঞ্জ শহ‌রের হাসন নগ‌রে পাথর দি‌য়ে মাথা থেঁত‌লে চার বছ‌রের শিশু এনামুল হক মুসা হত্যার ঘটনায় আসামি আব্দুল হা‌লিম ওর‌ফে ওমর ফারুক‌কে(২৮)কে তিনদিনের রিমাণ্ডে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে আসামিকে সুনামগঞ্জ চিফ জূডিশিয়াল আদালতের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুদরত-ই এলাহী’র আদালতে তুলা হলে তিনি এ আদেশ দেন।

কোর্ট ইন্সপেক্টর সেলিম নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেন, সুনামগঞ্জ সদরে শিশুকে পাথর দিয়ে আঘাত করে হত্যার ঘটনায় আজ (সোমবার) আদালতে তুলা হয়। এসময় পুলিশের পক্ষ থেকে ৫ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, হ্যা আসামিকে কোর্টে তুলা হয়েছিলো এবং তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর সুনামগঞ্জ পৌর শহরের শহ‌রের হাসন নগ‌র এলাকায় ৪ বছরের শিশু এনামুল হক মুসাকে পাথর দি‌য়ে মাথা থেঁত‌লে খুন করে আব্দুল হালিম। এসময় স্থানীয়রা আসামিকে পুলিশে তুলে দিলে ঘটনার দিন রা‌তেই সুনামগঞ্জ সদর থানায় হত্যা মামলা‌টি দা‌য়ের ক‌রেন নিহত শিশুর চাচা নূর হো‌সেন।
মামলায় এক মাত্র আসা‌মি করা হ‌য়ে‌ছে ঘাতক আব্দুল হা‌লিমকে। সে সদর উপ‌জেলার সুরমা ইউ‌নিয়নের মঈনপুর গ্রা‌মে বা‌সিন্ধা।

পরবর্তীতে ঘাতক আব্দুল হা‌লিম ওর‌ফে ওমর ফারুক‌কে থানা হাজত থে‌কে সিনিয়র জু‌ডি‌শিয়াল ম্যা‌জি‌স্ট্রেট রা‌কিব নূ‌রের তোলা হ‌লে আদালত তা‌কে জেল হাজ‌তের প্রের‌ণের নি‌র্দেশ দেন।

0Shares