প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০
ডায়ালসিলেট ডেস্কঃঃ পাথর কোয়ারীগুলো খুলে দেওয়ার দাবিতে মঙ্গলবার সকাল থেকে সিলেট বিভাগে চলছে টানা ৭২ ঘন্টার পরিবহন ধর্মঘট।
এ ধর্মঘটের কারণে পর্যটক শূন্য হয়ে পড়েছে সিলেটের সবকটি পর্যটন এলাকা। ভরা মৌসুম হওয়ার পরেও পর্যটকরা আসতে পারছেন না এসব এলাকায়। ব্যক্তিগত গাড়িতে এসেও বহু পর্যটক সাদা পাথর যেতে পারেননি। পর্যটকবাহী অনেক গাড়ি পিকেটাররা আটকে দেন।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ দশ নম্বর এলাকায় গিয়ে দেখা যায়, পর্যটন কেন্দ্রকে ঘিরে গড়ে ওঠা শতাধিক দোকানপাট, রেস্টুরেন্ট বন্ধ রয়েছে। নৌকাঘাটে শতাধিক যাত্রীবাহী নৌকার মাঝি এবং হেলপাররা অলস সময় কাটাচ্ছে। এ অবস্থায় সাদা পাথর ছিল পর্যটক শূন্য।
ঘাটের ইজারাদার আতাউর রহমান জানান, অন্যদিন ঘাট থেকে শতাধিক নৌকা পর্যটক বহন করলেও আজ (মঙ্গলবার) ছিল শূন্য। এভাবে ধর্মঘট স্থায়ী হলে আমাদের ব্যাপক লোকসান গুণতে হবে বলেও জানান তিনি।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech