প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০
ডায়ালসিলেট ডেস্ক;:শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র ১৭তম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি জুবায়ের মাহমুদ ও সাধারণ সম্পাদক হিসেবে ডেইলি অবজারভারের প্রতিনিধি মাসুদ আল রাজী নির্বাচিত হয়েছেন। বুধবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় শাবি প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. লুৎফুল এলাহী কাওছার।
কমিটির অন্যান্য সদস্য হলেন- সহ-সভাপতি রাজীব হোসেন (দৈনিক সমকাল), যুগ্ম-সাধারণ সম্পাদক জি এম ইমরান হোসেন (দৈনিক ইত্তেফাক/যুগভেরী), কোষাধ্যক্ষ নাজমুল হুদা (বাংলা ট্রিবিউন/শ্যামল সিলেট), দপ্তর সম্পাদক পদে আবদুল্লা আল মাসুদ (দেশ রূপান্তর/উত্তরপূর্ব) নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে নুরুল ইসলাম রুদ্র (দৈনিক কালের কন্ঠ/শুভ প্রতিদিন), হাসান নাঈম (বাংলা নিউজ টোয়েন্টিফোর.কম/সিলেট মিরর) এবং রাশেদুল হাসান (ডেইলি ক্যাম্পাস/দৈনিক সুদিন) নির্বাচিত হয়েছেন।
এর আগে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার হিসেবে লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কানিজ ফাতেমা এবং ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামান ভূঁইয়া দায়িত্ব পালন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল, সহকারী প্রক্টর ড. আলমগীর কবীর, সদ্য বিদায়ী কমিটির সভাপতি হোসাইন ইমরান, সহ-সভাপতি আরাফ আহমদ, সাধারণ সম্পাদক মেহেদী কবীরসহ বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।
নির্বাচন কমিশনার অধ্যাপক ড. লুৎফুল এলাহী কাওছার বলেন, সুষ্ঠু, সুন্দর ও অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য শাবি প্রেসক্লাবের সদস্যদের ধন্যবাদ জানান তিনি। প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটিকে তাৎক্ষণিকভাবে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech