সিলেটে অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২০

সিলেটে অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

ডায়ালসিলেট::: সিলেটের কোম্পানীগঞ্জের উত্তর কলাবাড়ী থেকে র‌্যাব অস্ত্র ব্যবসায়ী বিল্লাল হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত বিল্লাল কোম্পানীগঞ্জের উত্তর কলাবাড়ী গ্রামের হাজী আব্দুল মনাফের ছেলে। এসম র‌্যাব তার কাছ থেকে ১টি বিদেশি রিভলবার, ১টি বিদেশি এয়ার পিস্তল, ৪ রাউন্ড রিভলবারের গুলি ও এয়ার পিস্তলের ৮১ রাউন্ড গুলি জব্দ করে। শুক্রবার দুপুরে র‌্যাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন।
তিনি বলেন, গ্রেফতারকৃত বিল্লাল হোসেন একজন অস্ত্র ব্যবসায়ী। র‌্যাব তার কাছ থেকে রিভলবার, বিদেশী পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে। এরআগে বৃহস্পতিবার গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের এএসপি একে,এম কামরুজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ