প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০
স্পোর্টস ডেস্কঃঃ অ্যাডিলেডে আগের টেস্টে ৩৬ রানের দুঃখ ভুলতে দারুণ কিছুই করতে হতো ভারতকে। মেলবোর্নে শনিবার শুরু হওয়া বক্সিং ডে টেস্টের শুরুটা দুর্দান্ত হয়েছে সফরকারীদের। বুমরাহ-অশ্বিনের দারুণ নৈপুণ্যে দু’শর নিচে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস (১৯৫/১০)। ৪ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার জসপ্রিত বুমরাহ। ফিফটি ছুঁতে পারেননি কোন অজি ব্যাটসম্যান।
চার পরিবর্তন নিয়ে ঘুরে দাঁড়ানোর মিশনে নেমেছে ভারত। অভিষেক হয়েছে ওপেনার শুভমন গিল ও পেসার মোহাম্মদ সিরাজের। দলে ফিরেছেন রবিন্দ্র জাদেজা ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্ত। টসে জিততে পারেননি ভারপ্রাপ্ত অধিনায়ক অজিঙ্কা রাহানে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সফরকারী বোলারদের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া।
দলীয় ৩৮ রানেই ৩ উইকেট হারায় স্বাগতিকরা। প্রথম টেস্টের মতো আবারো ব্যর্থ স্টিভ স্মিথ। মেলবোর্নে চার টেস্ট সেঞ্চুরি করা স্মিথ ফিরেছেন রানের খাতা খোলার আগেই। মার্নাস লাবুশেন একপ্রান্ত আগলে লড়ে যাচ্ছিলেন। ৪৮ রান করে লাবুশেনকে ফিরিয়ে টেস্টে প্রথম উইকেটের স্বাদ পান অভিষিক্ত মোহাম্মদ সিরাজ। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস দু’শর কাছাকাছি পৌঁঁছায় শেষ দিকে নাথান লায়নের ১৭ বলে ২০ রানের কল্যাণে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech