স্ত্রীর মামলায় কারাগারে পুলিশ কমিশনার স্টেনোগ্রাফার

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০

স্ত্রীর মামলায় কারাগারে পুলিশ কমিশনার স্টেনোগ্রাফার

ডায়ালসিলেট ডেস্ক::

সিলেটে পুলিশ স্ত্রীর যৌতুকের মামলায় মহানগর পুলিশ কমিশনারের স্টেনোগ্রাফার এসএম গোলাম মোস্তফাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে আদালতের বিচারক আব্দুল মোমেন শুনানী শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে প্রেরণকৃত এসএম গোলাম মোস্তফা রাঙামাটি জেলার এডিসি হিল এলাকার মৃত শাহ সুফি সিরাজুল হক ফকিরের ছেলে। বর্তমানে তিনি শাহপরাণ থানাধীন উপশহরস্থ এফ ব্লকের ৩নং রোডের ৭৭নং বাসায় বসবাস করে আসছেন।
আদালত সূত্র জানায়, সিলেট মহানগর পুলিশ কমিশনারের স্টেনোগ্রাফার হিসেবে কর্মরত আছেন এসএম গোলাম মোস্তফা। পুলিশের চাকরিতে থাকা গোলাম মোস্তফার স্ত্রীর যৌতুক আইনে সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন আদালতে গত ১০ ডিসেম্বর মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি মামলা হিসেবে আমলে নিয়ে আসামীর প্রতি সমন জারি করেন। সেই মামলায় বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে গোলাম মোস্তফা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল হোসেন। তিনি বলেন, স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় সিলেট মহানগর পুলিশের স্টেনোগ্রাফার এসএম গোলাম মোস্তফাকে আদালত কারাগারে প্রেরণ করেছেন।
বাদী পক্ষের হয়ে আদালতে শুনানীতে অংশ নেন অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

0Shares