
ডায়ালসিলেট ::
গোলাপগঞ্জে ধর্ষণ মামলার ২জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির দক্ষিণ রায়গড় এলাকার আকিল উদ্দিনের ছেলে জাকির হোসেন (২৮) ও লেচুবাগান এলাকার আমরোজ আলীর ছেলে আফজল আহমদ (৩০)।
বুধবার বিকালে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরীর নেতৃত্বে এসআই সুরঞ্জিত কুমার দাশ সঙ্গীয় ফোর্স নিয়ে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করেন।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী । তিনি জানান গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।