প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক ::
সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, শীতার্ত দুঃস্থ মানুষের কল্যাণে এগিয়ে আসা আমাদের মানবিক দায়িত্ব। সমাজের সুবিধাবঞ্চিত অসহায় মানুষের কষ্ট লাঘবে আমরা স্ব-স্ব অবস্থান থেকে অবদান রাখতে পারি।
তিনি বলেন, অনগ্রসর পিছিয়ে পড়া মানুষদের মুখে হাসি ফোটাতে সকল বিবেকবান মানুষদের এগিয়ে আসতে হবে।
রোববার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ মিতালী ম্যানশনে জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট মো. মখলিছুর রহমানের সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. দিলাল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট বিভাগীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট আব্দুল মালিক, সাধারণ সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম তালুকদার, সাংবাদিক আবুল মোহাম্মদ, জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগর শাখার মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট জয়শ্রী দাস জয়া, রোটারিয়ান শহীদুল হক, আম্বিয়া বেগম, আমিনুল গণি চৌধুরী, মানিক হোসেন প্রমুখ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech