মাহমুদ উল্লাহকে দলে চেয়েছিলাম কিন্তু ওরা নিলো সৌম্যকে: পাপন

প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২১

মাহমুদ উল্লাহকে দলে চেয়েছিলাম কিন্তু ওরা নিলো সৌম্যকে: পাপন

স্পোর্টস ডেস্ক::ওয়েস্ট ইন্ডিজের কাছে চট্টগ্রামের পর ঢাকা টেস্টেও হেরে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবেছে বাংলাদেশ। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়ক ও কোচের উপর ক্ষোভ ঝেড়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিব আল হাসান চোটে পড়ায় মাহমুদ উল্লাহ রিয়াদকে দলে চেয়েছিলেন বিসিবি সভাপতি। তবে টিম ম্যানেজমেন্ট দলে নেয় সৌম্য সরকারকে। তা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান পাপন, ‘আমি চেয়েছিলাম রিয়াদকে কিন্তু ওরা নিয়েছে সৌম্যকে! সাকিবের বদলি হিসেবে আমি যে নাম গুলো বলেছিলাম সৌম্য ছিল সবার শেষে।’

‘এই টেস্টে ১ম ইনিংসেই ব্যাটিং দেখে আমি হতাশ হয়েছিলাম। দ্বিতীয় ইনিংসেও তারা যেভাবে ব্যাট করেছে, আমি জাস্ট হতাশ। ওদের ব্যাটিং দেখে মনে হয়েছে, ওদের কোন প্ল্যান ছিল না, স্ট্র্যাটেজি ছিল না। ওরা কি করতে মাঠে নেমেছে? এগুলাই আমার প্রশ্ন।

আমি দুটি টেস্টই পুরোপুরি দেখেছি। আমার অনেক প্রশ্ন আছে ওদের কাছে। ওদেরকে নিয়ে বসব, ওদেরকে প্রশ্নগুলো করব। তারপর ওদের উত্তরগুলা জানতে চাইব। দেখি ওরা কি জবাব দেয়।’

বিসিবি সভাপতি টিম ম্যানেজমেন্টকেও জেরা করবেন বলে ঘোষণা দিয়েছেন, ‘৫ জন পেসার দলে থাকার পরও কেন মাত্র ১ জন পেসার নিয়ে মাঠে নামা হবে। এটা খুবই অদ্ভূত লেগেছে আমার কাছে। এসব বিষয়ে পরিষ্কার হতে হবে। পাপন বলেন, তারা উইন্ডিজকে আন্ডার এস্টিমেট করেছে। ৩টা ওডিআইতে জেতার পর আমরা ভেবেছিলাম, ওদেরকে হারানো জাস্ট ম্যাটার অব টাইম। ফার্স্ট টেস্টে লিড নেয়ার পর আমরা গা হেলা শুরু করি। এরপর বোলিংয়ে এত বাজে করি, ম্যাচটা হাতছাড়া করি। বোলিংই শুধু না, ক্যাচও ছেড়েছি। বাজে ফিল্ডিং করেছি। এই টেস্টে তো কোন কিছুই হয়নি আমাদের।’

0Shares