জেলহাজতে নোমান: ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২১

ডায়ালসিলেট::

সিলেট নগরীর বন্দরবাজারে অগ্রণী ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সিএনজি-অটোরিকশাচালক নোমান হাছনুর ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। আগামী শুনানীতে রিমান্ডের বিষয়ে সিদ্ধান্ত নেবেন আদালত। আদালত খুনী নোমানের জামিন না দিয়ে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন কোতোয়ালী থানার ওসি এসএম আবু ফরহাদ।

এর আগে সকাল ১১টায় নোমান হাছনুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট ২য় আদালতে আত্মসমর্পণ করেন। হাছনুর সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের টুকেরগাঁও পশ্চিমপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

এর আগে গত শনিবার (২১ ফেব্রুয়ারি) সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে হাছনুরসহ তার কয়েকজন সহযোগী ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমদকে মারধর করে। তাকে গুরুতর আহতবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত মওদুদ সিলেটের জৈন্তাপুর উপজেলায় অগ্রণী ব্যাংকের হরিপুর গ্যাস ফিল্ড শাখার কর্মকর্তা ছিলেন। তার বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুরের বাসিন্দা।

এ ঘটনায় নিহত মওদুদের বড় ভাই আব্দুল ওয়াদুদ বাদী হয়ে কোতোয়ালি থানায় অটোরিকশাচালক নোমান হাছনুকে প্রধান আসামী কের এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

0Shares