দ. সুরমায় স্ত্রী হত্যা : আদালতে পাষণ্ড স্বামীর স্বীকারোক্তি

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২১

দ. সুরমায় স্ত্রী হত্যা : আদালতে পাষণ্ড স্বামীর স্বীকারোক্তি

ডায়ালসিলেট::

দক্ষিণ সুরমার কুচাই শ্রীরামপুর দক্ষিণপাড়ায় পারিবারিক কলহে স্ত্রীকে হত্যার লোহমর্ষক বর্ণনা দিয়েছেন পাষণ্ড স্বামী মো. শাহিদ আহমদ। শনিবার (৬ মার্চ) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতে জবানবন্দি দেন তিনি।

স্ত্রী লাকি বেগমকে বালিশচাপায় হত্যার পর মৃত্যু নিশ্চিত করতে পলিথিনে মুড়িয়ে দুইঘণ্টা ড্রামে ভেতর রাখেন তিনি। এরপর বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানায় আত্মসমর্পণ করেন শাহিদ।

শরিবার সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা মো. আশরাফ উল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করে জানান, পাষণ্ড স্বামী লাকি আক্তারকে হত্যার পর থানায় হাজির হয়ে প্রথমে ভিন্ন তথ্য দেয়। পরে আদালতে সোপর্দ করলে ১৬৪ ধারায় জবানবন্দিতে প্রকৃত বর্ণনা পাওয়া যায়।

নিহত লাকি আক্তার হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আলীনগর গ্রামের মো. শামছুল হকের মেয়ে। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনমালিন্য চলছিল। বৃহস্পতিবার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে বালিশচাপায় তাকে হত্যা করে শাহিদ। পরে শয়নখাটে স্বাভাবিকভাবে রেখে প্রথমে নিজের দোষ ঢাকার চেষ্টা করে।

পুলিশ আরও জানায়, ঘটনার সংবাদ পেয়ে লাকি আক্তারের পরিবারের সদস্যরা সিলেটে আসেন। এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা দায়ের করেছেন তারা। শুক্রবার আদালতের মাধ্যমে শাহিদকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।

0Shares