
ডাযালসিলেট ;:
নগরে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ মার্চ) দিনগত রাতে গোটাটিকর বিসিক শিল্প নগর রোডে এবং বিকেল ৫টার দিকে নগরের কুমারপাড়া এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের দুটি দল।
গোটাটিকরে অভিযানে মনতাজ আলী (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার কাছ থেকে ৭০ পুরিয়া গাঁজা জব্দ করা হয়। তিনি একজন খুঁচরা মাদক বিক্রেতা বলে জানিয়েছে পুলিশ। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
কুমারপাড়ায় অভিযানে মোহাম্মদ আজিজুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এই ব্যক্তি নগরের কাষ্টঘর এলাকা হতে পাইকারী দরে কিনে বিভিন্ন স্থানের মাদকসেবকদের কাছে বিক্রি করতেন বলেও জানায় পুলিশ। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।