
বিনোদন ডেস্ক ::
২০২০-র নভেম্বরে মা হয়েছেন। গত ৩ মাস সন্তানকে চোখের আড়ালে রেখে অবশেষে প্রথম ছবি পোস্ট করলেন অভিনেত্রী অমৃতা রাও-এর স্বামী আর জে আনমোল। ক্যাপশানে লেখা ”আমাদের পৃথিবী, আমাদের আনন্দ”।
গত নভেম্বরে সন্তান জন্মের খবর দিয়ে নতুন বাবা-মা অমৃতা ও আনমোল লেখেন, ছেলে হয়েছে। অমৃতা ও শিশু সন্তান দুজনেই ভালো আছেন। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদের জন্য ধন্যবাদ।
প্রথমবার বাবা-মা হয়েছেন অমৃতা ও আনমোল। আপাতত সদ্যোজাত সন্তানের সমস্ত কাজ তাঁরা ভাগ করে নিচ্ছেন। সন্তানকে সামলানোর সব কাজ ধীরে ধীরে রপ্ত করছেন অমৃতা। ছেলেকে খাওয়ানো থেকে স্নান করানো, রাত জাগা, সব কাজেই আনমোল অমৃতাকে দায়িত্ববান স্বামী ও বাবার মতোই সাহায্য করছেন। ৭ বছর জমিয়ে প্রেম করার পর ২০১৬ সালে রেডিও জকি আনমোলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অমৃতা রাও।