
আর্ন্তজাতিক ডেস্ক ::
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নতুন সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন অর্জনে ব্যর্থ হবেন বলে বুথফেরত জরিপে ভবিষ্যদ্বাণী করা হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) দেশটিতে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর লিকুদ পার্টি ও তার জোট সঙ্গীরা মিলে মোট ১২০ আসনের মধ্যে ৫২ থেকে ৫৩টি আসন পেতে পারেন। কিন্তু নেতানিয়াহুকে তার প্রধানমন্ত্রীর পদ টিকিয়ে রাখতে হলে অন্তত ৬০টি আসন যোগাড় করতে হবে।