দক্ষিন সুরমায় হরতাল সমর্থনে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ
পুলিশের ধাওয়ায় ছত্রবঙ্গ : ১ঘন্টা পর যানচলাচল স্বাভাবিক
DialSylhet DialSylhet
DS Tv

নিজস্ব প্রতিবেদক ::
সিলেটে কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিলেটে বাংলাদেশ হেফাজতে ইসলামে ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ হরতাল পালন করা হয়। তবে কিছু জায়গায় হেফাজতের নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে রাস্তায় অবরোধ করে।
এসময় উপজেলা যুবদল, ছাত্রদলের কর্মীরাও একাত্নতা ঘোষণা করে। দীর্ঘ ১ঘন্টা পর যান চলাচল বন্ধ থাকলে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে তাদেরকে ছত্রবঙ্গ করে দেয়।
তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি। পরে পুলিশের উপস্থিতিতে যানচলাচল স্বাভাবিক হয়।