অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে ব্রিটেনে সাত জনের মৃত্যু

প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২১

অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে ব্রিটেনে সাত জনের মৃত্যু

আর্ন্তজাতিক ডেস্ক ::

অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা নেওয়ার পর রক্তে জমাট বাঁধা ৩০ জনের মধ্যে সাত জনের মৃত্যু হয়েছে। ব্রিটেনের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা গত শুক্রবার শেষ রাতে এ তথ্য জানিয়েছে।

তার পরেও অ্যাস্ট্রাজেনেকার টিকা নিরাপদ উল্লেখ করে ব্রিটেনের জনগণকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছে ওষুধ নিয়ন্ত্রক সংস্থাটি। শনিবার মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এখবর জানিয়েছে।

ব্রিটেনের ওষুধ ও স্বাস্থসেবা নিয়ন্ত্রক সংস্থা (এমএইচআরএ) জানিয়েছে, টিকা নেওয়ার কারণে রক্তে জমাট বাঁধার বিষয়টি স্পষ্ট নয়। ব্রিটেনের মানুষের শরীরে রক্তে জমাট বাঁধার ঘটনা পর্যালোচনা করে দেখা হচ্ছে। রক্তে জমাট বাঁধার কারণে শুক্রবার রাত পর্যন্ত সাত জন মারা গেছে।

সংস্থাটি আরো জানিয়েছে, করোনা টিকা নেওয়ার পর ৩০ জনের শরীরে রক্ত জমাট বাঁধার ঘটনা সে দেশে ঘটেছে। সে দেশে মোট এক কোটি ৮০ লাখ ডোজ টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে।

0Shares