মইন আলির জার্সি থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মদের বিজ্ঞাপন

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২১

মইন আলির জার্সি থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মদের বিজ্ঞাপন

স্পোর্টস ডেস্ক ::

মইন আলির অনুরোধ মেনে নিল চেন্নাই সুপার কিংস। মদ বিক্রেতা সংস্থার লোগো তুলে নেওয়া হল তাঁর জার্সি থেকে। মদের বিজ্ঞাপন নিয়ে বরাবরই আপত্তি জানিয়েছেন ইংরেজ এই ক্রিকেটার। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলার সময়ও একই বিষয় নিয়ে আপত্তি তুলেছিলেন মইন। তখনও তাঁর সেই আবেদন মেনে নেওয়া হয়।

কোহলীর দলের হয়ে তিন মরসুমে ১৯ ম্যাচে ৩০৯ রান করার পাশাপাশি ১০ উইকেট নেন মইন। এ মরসুমে তাঁকে ৭ কোটি টাকা দিচ্ছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস সূত্রের দাবি, ‘‘সিএসকে সবসময় ক্রিকেটারদের ইচ্ছেকে মর্যাদা দেওয়ার চেষ্টা করে। তাই মইনের জার্সি থেকে মদের বিজ্ঞাপন সরিয়ে নেওয়া হয়েছে। বিজ্ঞাপনদাতা সংস্থারও এই সিদ্ধান্তে কোনও সমস্যা নেই।

আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে ১৪তম আইপিএল। উদ্বোধনী ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস।

0Shares