তামিম-শান্ত’র ব্যাটে প্রথম সেশনে বাংলাদেশের দাপট

প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২১

তামিম-শান্ত’র ব্যাটে প্রথম সেশনে বাংলাদেশের দাপট

স্পোর্টস ডেস্ক:;দেশের বাইরে সবশেষ টেস্ট জয়ের স্মৃতি শ্রীলঙ্কাতেই। চার বছর আগে নিজেদের শততম টেস্টের সেই জয়ই কি অনুপ্রেরণা হয়ে ফিরে এলো? বুধবার পাল্লেকেলেতে শুরু হওয়া প্রথম টেস্টের প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১০৬ রান। তামিম ইকবাল ৬৫ ও নাজমুল হোসেন শান্ত অপরাজিত রয়েছেন ৩৭ রানে। দ্বিতীয় উইকেট জুটিতে দু’জন যোগ করেছেন ৯৬ রান।

পাল্লেকেলের সবুজ উইকেটে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। সকালের আর্দ্রতা কাজে লাগিয়ে দ্বিতীয় ওভারেই স্বাগতিকদের সাফল্য। বিশ্ব ফার্নান্দোর বলে এলবিউব্লিউয়ের ফাঁদে পড়েন সাইফ হাসান। মাত্র তৃতীয় টেস্ট খেলতে নামা এই ওপেনার ৬ বল খেলে কোনো রান করতে পারেননি।

আগের দুই টেস্টের ৩ ইনিংসেও সাইফ ফেরেন শূন্য রানে। এরপরের গল্পটা তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত’র। শুরুতে সাইফ ফিরলেও তামিম ছিলেন সপ্রতিভ। ৫২ বলে পৌঁছান ফিফটিতে। টাইগার ওপেনারের এটি ২৯তম টেস্ট ফিফটি। ১২ বাউন্ডারিতে ৭১ বলে ৬৫ রানে অপরাজিত তামিম। আগের তিন ইনিংসে মাত্র ১৫ রান করা শান্ত শুরু করেন ধীর গতিতে। দারুণ দৃঢ়তা দেখানো শান্ত’র ইনিংসে বাউন্ডারি ৪টি।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ম্যাচে বাংলাদেশ একাদশে রয়েছেন ৩ পেসার ও ২ স্পিনার। তিন বছর পর টেস্ট একাদশে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ। সর্বশেষ ২০১৭ সালের ২৮শে সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেছিলেন এই ডানহাতি পেসার। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে আগে টসে জেতা দলের হারের রেকর্ড নেই। এর আগে সাত টেস্টে টসে জেতা দল ম্যাচ জিতেছে চারটি। বাকি তিন ম্যাচ ড্র।

বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহীম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারাত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথুস, ‍নিশাঙ্কা পাথুম, ধনাঞ্জয় ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, ‍সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো।

0Shares