মীর হ্যাল্পিং হ্যান্ড ইউকের উদ্যোগে নগরীর কাজীটুলায় ইফতার বিতরন

প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০২১

মীর হ্যাল্পিং হ্যান্ড ইউকের উদ্যোগে নগরীর কাজীটুলায়  ইফতার বিতরন

ডায়ালসিলেট ডেস্ক ::

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে মীর হ্যাল্পিং হ্যান্ড ইউকের চেয়ারম্যান মীর জসিম উদ্দিন জিলহাদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২৫ এপ্রিল) বাদ আসর কাজীটুলা জামে মসজিদের সামনে রোজাদারদের মধ্যে এই ইফতার বিতরণ করেন অতিথিবৃন্দ।

ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ফয়জুল আনোয়ার আলোয়ার, আব্দুল কবির কিবরিয়া, মকলেসুর রহমান বাবলু, মাহমুদ হোসেন, বাবলু মিয়া, মন্তাজ হোসেন মুন্না, শাইকুল ইসলাম শাকিল, মোহাম্মদ আলী, জুবায়ের চৌধুরী সুমন, তায়েফ আহমদ, আরেফ আহমেদ, জুসেফ আহমেদ, আজাদ আহমেদ, শাকিল বক্ত, ফয়েজ আহমেদ, আবুল কাহের সাদী, লিমন খান, ফারুক আহমদ প্রমুখ।

ইফতার বিতরণকালে বক্তারা বলেন, প্রবাসীরা দেশের যে কোন সংকটময় সময়ে দেশের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই বৈশি^ক মহামারির সময়েও প্রবাসে তারা অনেক কষ্টে দিন যাপন করেও নিজ দেশের মানুষের কথা ভুলেননি। তাদের সহযোগিতার হাত সব সময় প্রসারিত ছিল।

বক্তারা আরো বলেন, পবিত্র এই রমজান মাসে সমাজের অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ একটি মহৎ কাজ। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আজ অন্যান্য সংস্থাও করোনা মোকাবিলায় দুস্থদের মধ্যে বিভিন্ন খাদ্য সহায়তা দিচ্ছে।

এরই ধারাবহিকতায় মীর হ্যাল্পিং হ্যান্ড ইউকের চেয়ারম্যান মীর জসিম উদ্দিন জিলহাদের পক্ষ থেকে ইফতার বিতরণ প্রশংসার দাবীদার। বক্তারা সবাইকে নিজ নিজ সামর্থ অনুযায়ী অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান। বিজ্ঞপ্তি

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ