হাসপাতাল থেকে ৩হাজার করোনা আক্রান্ত রোগী গায়েব

প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০২১

হাসপাতাল থেকে ৩হাজার করোনা আক্রান্ত রোগী গায়েব

আন্তর্জাতিক ডেস্ক ::

এবার হাসপাতাল থেকে ৩ হাজার করোনা রোগী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। আর তাঁদের খুঁজতেই বিপাকে পড়েছে পুলিশ। ঘটনাটি ভারতের কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর ঘটেছে বলে রাজ্যের মন্ত্রী আর অশোকা জানিয়েছেন।

তিনি বলেন, হাসপাতালে ভর্তি থাকা ৩ হাজার করোনা রোগীর খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনকি তাঁদের মোবাইলও ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। পুলিশের অনুমান রোগীরা তাদের ফোন অফ করে হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছে।

যদিও করোনা রোগীর নিখোঁজ হয়ে যাওয়ার বিষষয়টি নতুন কিছু নয় বলে জানিয়েছেন ঐ রাজ্যের মন্ত্রী। গত বছরও এমন ঘটনা ঘটেছিল। তবে এবার তাদের মোবাইল বন্ধ থাকায় তাদের খুঁজতে পুলিশ এখন দিশেহারা হয়ে গেছে । আশঙ্কা করা যাচ্ছে নিখোঁজ হওয়া এসব  রোগীদের দ্বারা ব্যাপক হারে সংক্রমণ আরো বেশী ছড়াতে পারে।

এ পযন্ত ভারতের কর্ণাটকে করোনা আক্রান্তে মৃত্যু হয়েছে ১৫,০৩৬ জন  আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪,৩৯,৮২২ এবং সুস্থ হয়েছেন ১০,৯৫,৮৮৩ জন। উত্তরবঙ্গ রিপোর্ট

0Shares