সিলেট নগরীর আমিন শাহ’র মাজারে রক্ত কেন?

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, মে ৯, ২০২১

সিলেট নগরীর আমিন শাহ’র মাজারে রক্ত কেন?

ডায়ালসিলেট ডেস্ক:

নগরীর জল্লারপার এলাকার আমিন শাহ মাজারের ভিতরে ছোপ ছোপ বাঁধা রক্ত ও রাক্তমাখা পায়ের চিহ্নে সিলেটে হচ্ছে তোলপাড়। তবে পুলিশ বলছে- এতে আতঙ্কের কিছু নেই। এক মানসিক ভারসাম্যহীন মহিলা পা কেটে যাওয়ার পর ওই মহিলা মাজারে আশ্রয় নেন এবং এটি তারই রক্ত। পরে সে মহিলাকে স্থানীয়রা ডাক্তারের কাছে নিয়ে যান।

জানা গেছে, রোববার (৯ মে) সকাল ৯টার দিকে স্থানীয় ব্যবসায়ীরা দোকান খুলতে গিয়ে দেখেন- নগরীর জল্লারপার এলাকার আমিন শাহ মাজারের ভিতরে ছোপ ছোপ রক্ত এবং মেঝেতে রক্তমাখা পায়ের চিহ্ন। এতে স্থানীয়দের মাঝে আতঙ্কের সৃষ্টি হয় এবং কৌতুহলী লোকজন তা দেখতে ভিড় করেন।

পরে খবর পেয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে বিস্তারিত জানতে পারে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ সিলেটভিউ-কে বলেন, খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে যায় এবং জানতে পারে- এক মাসনিক ভারসাম্যহীন মহিলার পা কেটে যায়। পরে তিনি এই মাজারে আশ্রয় নেন। তখন স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে ওই মহিলাকে ডাক্তারের কাছে পাঠান। এ রক্ত ওই অজ্ঞাত মহিলারই।

0Shares