আবারও রেকর্ড ভাঙলেন বিটিএস

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, মে ২৬, ২০২১

আবারও রেকর্ড ভাঙলেন বিটিএস

আর্ন্তজাতিক ডেস্ক ::

জনপ্রিয় কে-পপ ব্যান্ড ‘বিটিএস’ মানেই যেন রেকর্ড । শুরুটা হয়েছিল ‘ডিনামাইট’ দিয়ে। এরপর নিজেদের টপকে গেছে নিজেরাই। সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘বিটিএস’-এর দ্বিতীয় ইংরেজি গান ‘বাটার’। মাত্র ১৩ মিনিটে এর মধ্যে ভিউ হয়েছে ১০ মিলিয়ন। ২৪ ঘন্টায় ১১৩ মিলিয়ন ভিউস এর রেকড গড়ে তুলেন এ জনপ্রিয় কে-পপ ব্যান্ড ‘বিটিএস’। কমেন্ট পড়েছে ৬০ লাখেরও বেশি।

এপ্রিলের শেষের দিকে ‘বাটার’-এর টিজার শেয়ার করেছিল ‘বিটিএস’। তাদের অ্যাকাউন্ট থেকে ১৫ সেকেন্ডের ছোট ক্লিপ শেয়ার করে। যেখানে দেখা গিয়েছিল মাখন আকৃতির একটি লাভ সাইন গলে পড়ছে। এরপর থেকেই গানটি নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। অবশেষে তার অবসান হলো। ২৩ মে প্রকাশ হয়েছে ‘বাটার’।

এছাড়াও ভেঙেছেন বিলবোর্ড টপ ১০০, ‍সপ্টিফাই, আই-টিয়ন এবং আরও অনেক রেকডস.

 

0Shares