নবীগঞ্জে জুয়া খেলার সামগ্রীসহ আটককৃতকে ১ মাসের কারাদন্ড

প্রকাশিত: ৮:২৮ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২১

নবীগঞ্জে জুয়া খেলার সামগ্রীসহ আটককৃতকে ১ মাসের কারাদন্ড

ডায়ালসিলেট ডেস্ক::

হবিগঞ্জের নবীগঞ্জে জুয়ার আড্ডায় অভিযান চালিয়ে জুয়া খেলার সামগ্রীসহ এক ব্যক্তিকে আটক করে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (০৫ মে) রাত সাড়ে ১০ টায় এ দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শেখ মহিউদ্দিন। দন্ডপ্রাপ্ত নজরুল ইসলাম (৪৮) উপজেলার দৌলতপুর গ্রামের মৃত নৈমুল্লাহর পুত্র।

জানা যায়, গতকাল শনিবার (০৫ জুন) রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শেখ মহিউদ্দিন থানা পুলিশের সহযোগীতায় উপজেলার রুদ্রগ্রাম রোডের এক দোকানে অভিযান পরিচালনা করেন।

এসময় সাধারণ দোকানকে জুয়া খেলার স্থান হিসেবে ব্যাবহার করতে দেয়ায় জুয়া খেলার সামগ্রীসহ নজরুল ইসলামকে আটক করে মোবাইল কোর্ট পরিচালনা করে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৩ ধারার অপরাধে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২) ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন, জুয়া, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহসহ সামাজিক অপরাধ প্রতিরোধে উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর।

এ/

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ