করোনায় আরও ১ মৃত্যুর দিনে শনাক্ত ৬৯

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, জুন ৮, ২০২১

করোনায় আরও ১ মৃত্যুর দিনে শনাক্ত ৬৯

ডায়ালসিলেট ডেস্ক::

সিলেটে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতোমধ্যে বিভাগে শনাক্তের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়ে গেছে । শেষ ২৪ ঘন্টায় বিভাগে ৬৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এসময়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। তিনি সিলেট জেলার বাসিন্দা।

নতুন শনাক্তদের মধ্যে ৪৮ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ জেলার ৪ জন, হবিগঞ্জ জেলার ৬ জন এবং মৌলভীবাজারের ১১ জন রয়েছেন।

শেষ ২৪ ঘন্টায় সিলেটে ৬২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাদের ৫৫ জনই সিলেট জেলার বসিন্দা। এছাড়া সুনামগঞ্জ জেলার ৭ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (৮ জুন) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ হাজার ২২১ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৫ হাজার ২৫৮ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৪৭ জন, হবিগঞ্জে ২ হাজার ৫৩১ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৫৮৪ জন রয়েছেন।

সিলেট বিভাগে এ পর্যন্ত ৪২৫ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩৪৭ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজার জেলায় ৩০ জন রয়েছেন।

সূত্র জানায়, বিভাগে এ পর্যন্ত ২১ হাজার ৭৭৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৪ হাজার ৬১৪ জন, সুনামগঞ্জের ২ হাজার ৭৪২ জন, হবিগঞ্জের ২ হাজার ৮০ জন এবং মৌলভীবাজার জেলার ২ হাজার ৩৪৩ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ২৩৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২০৩ জন, সুনামগঞ্জের হাসপাতালে ২ জন, হবিগঞ্জের হাসপাতালে ৬ ও মৌলভীবাজারের হাসপাতালে ২৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া  বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৬৯ জন এবং সুস্থ হয়ে উঠেছেন আরও ৬২ জন। এসময়ে সিলেট বিভাগে আরও ১ জনের মৃত্যু হয়েছে।’

0Shares