চীনে গ্যাস লাইনে বিস্ফোরণে নিহত ১১

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, জুন ১৩, ২০২১

চীনে গ্যাস লাইনে বিস্ফোরণে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক::

চীনে গ্যাস পাইপলাইনে বিস্ফোরণে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। রবিবার (১৩ জুন) সকালে দেশটির মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৬টার দিকে দেশটির হুবেই প্রদেশের ঝাংওয়ান জেলার শিয়ান শহরে বিস্ফোরণের এই ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, বিস্ফোরণের পর শতাধিক মানুষকে ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৩৭ জন গুরুতর আহত।

শিয়ান শহরের পৌর কর্তৃপক্ষ প্রাথমিকভাবে জানিয়েছিল, দুর্ঘটনার পর ‘বহু’ মানুষ ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্লাটফর্মে ছড়িয়ে পড়া ছবিতে বিস্ফোরণের পর ধ্বংসস্তুপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে তৎপরতা চালাতে দেখা যাচ্ছে উদ্ধাকর্মীদের।

শহর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। তবে আপাতত উদ্ধার অভিযানেই দেওয়া হচ্ছে বেশি মনোযোগ।

এ/

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ