হারিয়ে যাওয়া বাবার সন্ধানে রেনুকা

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, জুন ২০, ২০২১

হারিয়ে যাওয়া বাবার সন্ধানে রেনুকা

ডায়ালসিলেট ডেস্ক: আসছে বাবা দিবসের বিশেষ নাটক ‘শেষ বিকেলের গল্প’।
২০ বছর পর লন্ডন থেকে ঢাকায় ফিরে খালার বাসায় ওঠেন রেনুকা। খালার মাধ্যমে হঠাৎ সে জানতে পারে, তার বাবা বেঁচে আছেন! কিন্তু ছোটবেলা থেকেই রেনুকা জেনেছে, তার বাবা বেঁচে নেই। যে কারণে তার মা আরেক বিয়ে করেছে। রেনুকা আরও জানতে পারে তার বাবা একসময়ের খ্যাতিমান লেখক ছিলেন। হারিয়ে যাওয়া বাবার সন্ধানে নামে রেনুকা।

দীর্ঘদিন পর রেনুকা তার বাবাকে খুঁজে পান এক প্রকাশকের সাহায্যে। কিন্তু রেনুকার বাবা তাকে প্রথমে মেনে নিতে চান না। কারণ হিসেবে তিনি মনের করেন, শত্রু পক্ষের লোকজন তাকে হত্যার জন্য এই মেয়েকে পাঠিয়েছে। রেনুকা অনেক বুঝিয়ে তাকে স্বাভাবিক করার চেষ্টা করেন। এরপর একটি অপ্রীতিকর ঘটনায় গল্প ভিন্ন দিকে মোড় নেয়।

এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটকটি। এটি পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর। এতে বাবার ভূমিকায় অভিনয় করেছেন তারিক আনাম খান আর মেয়ের ভুমিকায় জাকিয়া বারি মম।

ডায়ালসিলেট/s.h.t.

0Shares