সুনামগঞ্জে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২১

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

ডায়ালসিলেট ডেস্ক;:ডুলুরা বিওপির টহল দল বিশ্বম্ভরপুরের শলুকাবাদ ইউনিয়নের ধোপাজান চলতী নদী থেকে ৫৩ ঘনফুট ভারতীয় গোলকাঠ আটক করে, যার মূল্য ২১হাজার ৪শ’ টাকা।

চাঁনপুর বিওপির টহল দল তাহিরপুর উপজেলাধীন বড়দল ইউনিয়নের বারেকটিলা নামক স্থান হতে ১৫ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ২২ হাজার,৫শ টাকা।
চিনাকান্দি বিওপির টহল দল বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের গামারীতলা নামক স্থান হতে ৩০ কেজি ভারতীয় জিরা ও ০১ টি প্লাটিনা মোটর সাইকেল আটক করে, যার আনুমানিক মূল্য ১,লক্ষ১৪ হাজার,৪শ টাকা।
চিনাকান্দি বিওপির টহল দল ২ জুলাই বিশ্বম্ভরপুর উপজেলাধীন ধনপুর ইউনিয়নের কাপনা নামক স্থান হতে ভারতে পাচারের সময় ৭৯ কেজি মাগুর মাছ আটক করে, যার মূল্য ৫ হাজার,৫শ- টাকা।
বাগানবাড়ী বিওপির টহল দল দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের ভাংগারপাড় নামক স্থান হতে ৬০ কেজি ভারতীয় চিনি আটক করে, যার আনুমানিক মূল্য ৪ হাজার,২শ- টাকা।
টেকেরঘাট বিওপির টহল দল ৩ জুলাই তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের ভুরুংগাছড়া নামক স্থান হতে ৭০০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ৯ হাজার,১শ টাকা।
চিনাকান্দি বিওপির টহল দল বিশ্বম্ভরপুর উপজেলাধীন ধনপুর ইউনিয়নের কাপনা নামক স্থান হতে ২৬ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৩৯,হাজার টাকা।
মাঠগাঁও বিওপির টহল দল দোয়ারাবাজার উপজেলাধীন ৭নং লক্ষীপুর ইউনিয়নের ভাংগাপাড় নামক স্থান হতে ৯৯ ঘনফুট ভারতীয় গোলকাঠ আটক করে, যার মূল্য ৩, লক্ষ ৯৬,হাজার টাকা।
লাউরগড় বিওপির টহল দল প্রবেশ করার দায়ে তাহিরপুর উপজেলাধীন বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী নামক স্থান হতে ০৪ টি কাঠের নৌকা ও ২ টি কাঠের নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ২ লক্ষ,২০,হাজার টাকা।
লাউরগড় বিওপির টহল দল প্রবেশ করার দায়ে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী নামক স্থান হতে ৫০ ঘনফুট ভারতীয় পাথর, ৪ টি কাঠের নৌকা ৭টি বারকী নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ৩, লক্ষ ৫০,হাজার টাকা।
মাছিমপুর বিওপির টহল দল ৩ জুলাই বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের গামারীতলা নামক স্থান হতে ৭০ জোড়া ভারতীয় ফুটবল খেলার বুট আটক করে, যার আনুমানিক মূল্য ১ লক্ষ,৫,০ হাজার টাকা।

আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, গোলকাঠ বনভিট কার্যালয় এবং কয়লা, জিরা, মোটর সাইকেল, মাগুর মাছ, খেলার বুট কাঠের নৌকা, বারকী নৌকা ও পাথর শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল তছলিম এহসান পিএসসি।

ডায়ালসিলেটএম/৪

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ